মালদায় ভেজাল পেট্রল বিক্রির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা :: মানিকচক ব্লকের রাজ্য সড়কের ধারে কামালপুর এলাকায় অবস্থিত রয়েছে ইন্ডিয়ান অয়েল এর একটি পেট্রোল পাম্প। অভিযোগ মঙ্গলবার সন্ধ্যার পর বেশ কয়েকজন মোটরবাইক সহ বিভিন্ন যানবাহনে পাম্প থেকেই তেল কেনেন। কিছুক্ষণ পরেই মোটরবাইকে সমস্যা দেখা দিলে পেট্রলপাম্প এর বিরুদ্ধে সন্দেহ হয়।

তাই স্থানীয় কিছু যুবক বোতলে তেল ভরাতে গেলেই নজরে আসে কালো পেট্রোল। যা থেকে কেরোসিনের গন্ধ উঠছে বলে অভিযোগ এলাকাবাসীর।মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে হইচই পড়ে যায়। এই পাম্প থেকে তেল ভরিয়ে যাওয়া মোটরবাইক গুলি একে একে ছুটে আসে। কেরোসিন মিশিয়ে পেট্রল দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

গোটা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মানিকচক থানার পুলিশ বাহিনী ছুটে আসে। পুলিশের সামনেই পেট্রোল পাম্প মালিক আজাদ হোসেন কে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ধস্তাধস্তির পরিস্থিতিও সৃষ্টি হয়ে যায়। গভীর রাত পর্যন্ত এই বিক্ষোভের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়ে পরে। পরে মালিক কর্তৃপক্ষের আশ্বাস ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনা প্রসঙ্গে পাম্প মালিক আজাদ হোসেন জানান, চক্রান্ত করে এই সমস্ত মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ওটা বিষয় ইনডিয়ান অয়েলের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোম্পানির লোকজন এসে গোটা বিষয়টি খতিয়ে দেখবে তারপর সঠিক বিষয় বলা যাবে। আপাতত পাম্পে তেল দেওয়া বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =