যে কারণে গা ভর্তি সোনা পরতেন প্রয়াত বাপ্পি লাহিড়ী

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: মুম্বাই :: জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তার পোশাকও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছে। তার গহনা পরা নিয়ে নানা রসিকতাও শোনা গেছে। তবে কেন গহনা পরতেন, সেটিও জানিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =