নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: পোলবার আমনানের কুন্ডু রাইস মিল থেকে একটি লরি ভুসি লোড করে ১৭ নং রোড ধরে যাচ্ছিল এবং ঠিক তার উল্টো দিক একে একটি ৬ বছরের শিশু রাজশাহী কর্মকার টিউশান পড়তে যাচ্ছিলো সকাল ৮ টা নাগাদ । পোলবার সেইয়া মোড়ের সামনে থেকে হটাৎই লরিটি ভুল ইন্ডিকেটার জ্বালিয়ে রাস্তার ক্রস করে শিশুটির দিকে ধেয়ে এসে তাকে সামনের চাকায় পিষে দেয়।
ঘটনাটি দেখে স্থানীয় লোকজনরা ছুটে এসে লরিটি আটকে দিয়ে ১৭ নং রোড অবরোধ করে । শিশুটিকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ আসে ১ ঘন্টা বাদে এবং লরি চালককে গ্রেপ্তার করেলে রাস্তা অবরোধ উঠে যায়।ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ।