সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: জয়নগরে কর্মিসভায় এসে কংগ্রেসকে ফুটো নৌকা বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন অরূপ বলেন, ” ওদের সঙ্গে যারা থাকযে তাদের ডুবতে হবে।” দেশ ব্যাপী বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকে দায়ী করেন তিনি। এ দিনের কর্মিসভায় অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা, শুভাশিস চক্রবর্তী, যোগরঞ্জন হালদার, শওকত মোল্লা- সহ অনেকে।এদিন বিদায়ী কংগ্রেসের পুর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অরূপ বিশ্বাস, যোগরঞ্জন হালদাররা। পুরসভায় ক্ষমতায় এলে দুর্নীতির তদন্ত হবে বলে জানান তাঁরা। বিদায়ী পুরপ্রধান কংগ্রেসের সুজিত সরখেল বলেন, “দুর্নীতি হয়েছে কিনা, জয়নগরের মানুষ তা জানেন। ভোটে তাঁরা তার জবাব দেবেন।”