নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: ফেসবুক, ইউটিউব, ইনস্টা রিলস খুললেই বেজে উঠছে ‘বাদাম-গান’। গানটি গেয়েছেন ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় বাদাম বিক্রেতা।এ হেন ভুবনই এখন পড়েছেন আজব সমস্যায়।
তাঁরই গান গেয়ে নেটমাধ্যমে বাহবা কুড়োচ্ছেন বহু মানুষ। কিন্তু গানের আদত স্রষ্টা কোনও ভাবেই অর্থ পাচ্ছেন না। কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তাঁর নাম ।
তার গান শুনিয়ে মিউজিক ভিডিও বানানো কপিরাইটের উদ্যোগ নেয় গোধুলিবেলা মিউজিক স্টুডিও। আর শান্তিনিকেতনে একটি বেসরকারি রেস্টুরেন্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মনিটাইজেশন থেকে পাওয়া টাকা তুলে দেওয়া হয় ভুবন বাদ্যকর এর হাতে। দেড় লক্ষ টাকার চেক পেয়ে খুশি ভুবন বাদ্যকর।