দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ ::বেলপাহাড়ি :: ফের বেলপাহাড়িতে উদ্ধার মাওবাদী পোষ্টার। বেলপাহাড়ি সীমান্ত লাকাই সুনি এলাকায় উদ্ধার হয় এই পোষ্টার গুলো। স্থানীয় সূত্রে খবর পেয়ে সিআরপিএফ, পুলিশ যৌথ ভাবে গিয়ে উদ্ধার করে পোষ্টার গুলো। এলাকায় আতঙ্ |
আমলাশোলের পর লাকাই সিনি মন্দির তার এক পাশে পুরুলিয়া সীমান্ত, একপাশে ঝাড়খণ্ড। হাতের লেখা গুলো অতি সাধারন হলেও যে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে তা দেখে গোয়েন্দারা নিশ্চিত এটা মাওবাদী দের।
পৌর ভোট ঘোষনার পর থেকেই মাওবাদীদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এলাকায়। সূত্রের খবর শাসক দলের দুর্নীতি পরায়ন মুখ প্রার্থী হওয়ায় এলাকায় বিস্তারে সুবিধা হয়েছে তাদের। বিভিন্ন দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভ গুলোকেই হাতিয়ার করে সেগুলো বিভিন্ন জায়গায় পোষ্টার আকারে তুলে ধরছে বলে গোয়েন্দ সূত্রের খবর।শাসক দলের দূর্নীতি কে হাতিয়ার করে জঙ্গল মহলে ফের জমি তৈরী করতে সক্ষম হচ্ছে তারা। যার জ্বলন্ত উদাহরন সম্প্রতি মাওবাদী দের ডাকা বনধ এবং স্থানীয় বিভিন্ন ইস্যুতে হওয়া সাধারণ মানুষের পথ অবরোধ। আজকের পোষ্টারেও গরিব মানুষের কথা, দূর্নিতি পরায়ন নেতা এবং পুলিশকে হুশিয়ারি দিয়ে পোষ্টারিং গুলো করা হয়। যদিও ঝাড়গ্রামের পুলিশ সুপার এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।