কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ক্রেতা সেজে ২ বাইক চোরাকারবারি কে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ। ধৃত ওই দুই পাচারকারী কে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানায়, ধৃতদের নামগুলি হল যথাক্রমে রইসুউদ্দিন (২৯) ও খুরসেদ আলি ওরফে বুলু (৪৩)। ২টি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। ধৃত ওই দুজনেরই বাড়ি চাঁচল থানার নইকান্দা এলাকায়।
ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ৫দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন আদালতের কাছে জানানো হবে। পুলিশ আরও জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে নইকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই দুই চোরাই বাইক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা আন্তঃরাজ্য বাইক পাচারকারী।