মালদায় জেলা তৃণমূলের সভাপতির ফোনের পর স্ত্রীকে ডিভোর্সের সিদ্ধান্ত বিদায়ী কাউন্সিলরের।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: জেলা তৃণমূলের সভাপতির ফোনের পর স্ত্রীকে ডিভোর্সের সিদ্ধান্ত বিদায়ী কাউন্সিলরের। স্ত্রী নির্দল প্রার্থী। বিরম্বনা বাড়িয়েছে ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীর। দলের নির্দেশ সমস্ত প্রার্থীকে প্রার্থী প্রত্যাহার করে লিফলেট বিলি করতে হবে।

এই বিড়ম্বনার জেরে স্ত্রী কাকলি চৌধুরীকে ডিভোর্স দেবার সিদ্ধান্ত পরিতোষ চৌধুরীর। এই বিষয়ে আইনজীবীর সাথে কথাবার্তা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

মালদা জেলায় রয়েছে দুটি পুরসভা। একটি ইংরেজবাজার পুরসভা। যাতে রয়েছে ২৯টি ওয়ার্ড। অন্যদিকে পুরাতন মালদা পুরসভায় রয়েছে ২০টি ওয়ার্ড। ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী তালিকায় প্রথমে ৩নম্বর ওয়ার্ডে কাকলি চৌধরীর নাম আসে। এরপর বিকাল গড়াতেই কাকলি চৌধরির জায়গায় তৃণমূল প্রার্থী করে মনীষা সাহাকে।

ফলে তৃণমূল থেকে মনোনয়ন করেও কাকলী চৌধুরীকে নির্দলে মনোনয়ন করতে হয়। সেই মত কাকুলী চৌধুরী প্রচার শুরু করেন। কাকলী চৌধুরীর স্বামী তৃণমুলের বিদায়ী কাউন্সলার ছিলেন।

সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মলদায় এসে হুইপ জারি করন তৃণমূল দলের সঙ্গে জড়িত থাকা কোন কর্মী নির্দলে দাঁড়িয়ে থাকলে তাকে লিফলেট দিয়ে নির্বাচন থেকে সরে আসতে হবে। এই পরিস্থিতিতে শুক্রবার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন,রাজ্য নেতৃত্বে নির্দেশে এদিন দলের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের নির্বাচন থেকে সরে আসার জন্য ফোনে জানানো সয়েছে। শনিবার দুপরের মধ্যে নির্বাচন থেকে সরে আসতে হবে।

আর এরপরই বিদায়ী ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধরী ডির্ভোর্সের মামলার জন্য আইনজীবির সঙ্গে আলোচনা শুরু করেছেন।পরিতোষ চৌধুরী জানান,এই বিড়ম্বনার জেরে স্ত্রী কাকলি চৌধুরী কে ডিভোর্স দেবার সিদ্ধান্ত । এই বিষয়ে আইনজীবীর সাথে কথাবার্তা হচ্ছে। যদিও স্ত্রী কাকলী চৌধুরী জানান,উনি আলাদা থাকেন। আমি আলাদা থাকি। ফলে এটা ওনার সিদ্ধান্ত। এই বিষয়ে আমার কোন আক্ষেপ নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 12 =