দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: গ্রামেগঞ্জে চোলাই মদের রমরমা ব্যবসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন গ্ৰামবাসীরা।খবরের জেরে ফের হানা দিয়ে অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর এর কর্মীরা। নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে আবগারী দপ্তর । ঝাড়গ্ৰাম জেলা আবগারি সুপার অনির্বাণ সান্যালে এর নেতৃত্বে আবগারি দফতর ও জেলা পুলিশ।
শুক্রবার অভিযান চালানো হয় নয়াগ্রাম ব্লকের ভালুকবাসা ,রাঙ্গামাটি সহ নয়াগ্রামের বিস্তীর্ণ এলাকায়। এদিন নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় বেআইনি মদ তৈরির ঠেকে হানা দিয়ে ২৫০০ লিটার চোলাই মদ ও ৭১ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে।
কোথাও চোলাই মদ ভর্তি জ্যারিকেন, কোথাও বা হাঁড়ি বোঝাই গুড় মেলে।সব কিছু ফেলে দিয়ে নষ্ট করে দেয় আবগারি দপ্তর ও জেলা পুলিশ। আবগারি দফতর সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়েছে । চোলাই মদ এর বিরুদ্ধে আফগারি দপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।
তবে পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দফতরের কর্মীরা ওই এলাকায় অভিযান চালাতে গেলে চোলাই মদ ব্যবসায়ীরা পালিয়ে যায় ।যার ফলে কাউকে পুলিশ আটক করতে পারেনি। বেশ কয়েক জনের নামে আবগারি দপ্তর মামলা দায়ের করেছে।
পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।কে বা কারা এই চোলাই মদ কারবারে যুক্ত। সেই সঙ্গে শুক্রবার চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।