নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তিনতলার ছাদ থেকে যুবককে ফেলা দেওয়া হয়।
রাতেই খবর দিলেও পুলিশ এদিন বেলায় এসে পৌঁছায়। এই নিয়ে দেহ আটকে রেখে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান |
মৃত যুবক আনিস খান এমবিএ ছাত্র ছিল | সে পড়াশোনা করছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে আমতার সারদা দক্ষিন খাঁপাড়ায় | এই ঘটনায় এলাকা জুড়ে বিক্ষোভ এবং চাঞ্চল্য ছড়িয়েছে |