দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে দক্ষিণ বাগীরহাটে চল গুলি ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাতের অন্ধকারে বিষ্ণুপুরের শুট আউট।দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে দক্ষিণ বাগীরহাটে চলল গুলি । দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করার প্রতিশোধ নিতেই হামলা’।

বিষ্ণুপুরে শ্যুট আউটের ঘটনায় অভিযোগ স্থানীয়দের ।পায়ে গুলির আঘাত, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি আহত। আহত ব্যক্তির নাম প্রদ্বীপ নস্কর (৩৫)।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এলাকায় বেড়ে চলেছে দুষ্কৃতী দৌরাত্ম্য , দুষ্কৃতী দৌরাত্ম্য জেরে এলাকায় বেড়ে চলেছে অসামাজিক কাজকর্ম। এলাকাকে অসামাজিক কাজকর্ম ও দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করার জন্য বারবার প্রতিবাদ জানিয়েছিল প্রদীপ । দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদ জনবহুল এলাকায় প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে জখম হয় প্রদীপ।

স্থানীয় এলাকার বাসিন্দারা প্রদীপকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল ও তারপরে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রদীপ সহ দুষ্কৃতীদের হামলায় যখন আরও এক গ্রামবাসী। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =