মালদায় নির্বাচনী প্রচারে এসে রাজ্য পুলিশের নিন্দা এবং আনিস খানের হত্যাকান্ডের ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: হাওড়া আমতা থানা এলাকার আইএসএফের ছাএনেতা আনিস খানের হত্যাকান্ডে পুলিশের ভুমিকা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।রবিবার,মালদার পুরসভা নির্বাচনী প্রচারে এসে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের নিন্দা এবং আনিস খানের হত্যাকান্ডের ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন।

এদিন সকাল নাগাদ বিজেপি কার্যলয় থেকে সংকল্প যাএায় একটি একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।সেখানে দলের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরুপা মিএ চৌধুরী,দক্ষিন ও উওর মালদার সভাপতি,বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল সহ অনান্যরা।

সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,আইএসএফের এক ছাএনেতা আনিস খানের হত্যাকান্ডে পুলিশের ভুমিকা সন্তোষজনক নয়।যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। আমরা নিরপেক্ষ তদন্তের দাবি করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =