রবিবার ডায়মন্ড হারবারে ৪ নম্বর ওয়ার্ডে সকাল থেকে জনসংযোগ করতে বেরিয়ে পড়েছে তৃণমূল প্রার্থী রাজর্ষি দাস।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার ::  রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক থেকে বিরোধীরা। রবিবার ডায়মন্ড হারবারে ৪ নম্বর ওয়ার্ডে সকাল থেকে জনসংযোগ করতে বেরিয়ে পড়েছে তৃণমূল প্রার্থী রাজর্ষি দাস। বাড়ি বাড়ি ঘুরে স্থানীয় মানুষের সাথে কথা বলেন ও সুবিধা অসুিধার কথা মনোযোগ সহকারে শুনলেন।

অন্য দিকে ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী উত্তম হালদার নিজের ওয়ার্ডে প্রচার করলেন। ডায়মন্ড হারবার পুরসভার ৪ নং ওয়ার্ড সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।২০১৫ সালে ডায়মন্ড হারবার পুরসভা সবুজ শিবিরে দখলে থাকলেও ডায়মন্ড হারবার ৪ ওয়ার্ড ছিল বামের দখলে।২০২২ পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কি পারবে লাল দুর্গে ঘাস ফুল ফোটাতে ? উত্তর মিলবে ২ রা মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =