ডায়মন্ড হারবার পুর ভোটে বাম প্রার্থীদের সমর্থনে সোমবার পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: ডায়মন্ড হারবার পুর ভোটে বাম প্রার্থীদের সমর্থনে সোমবার পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এদিন পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থেকে পায়ে হেঁটে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে প্রচার শুরু হয়।

প্রচারে সিপিএমের কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাউকে জড়িয়ে ধরে, আবার কাউকে হাত জড়ো করে নমস্কার জানিয়ে দলীয় প্রার্থীদের জন্য ভোট চাইতে দেখা যায় সুজনকে।

ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে সিপিএম ও বিজেপির সবকটি ওয়ার্ডের প্রার্থী দিলেও কংগ্রেস ১১টি ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল। যা পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে তুলনা করে সুজন বলেন, ‘ডায়মন্ড হারবার শান্ত জায়গা। যদিও এখানে কোন বড় বাধা আসেনি। আমরা চাই মানুষ নিজেদের ভোটটা দিক।’

অন্যদিকে দিন সকাল থেকে ভোট প্রচারে বেরিয়ে পড়েন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজর্ষি দাস। পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সাথে দেখা যায় রাজর্ষিকে। সিপিএমের সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজর্ষি বলেন, ‘মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে পাগলের প্রলাপ বকছে ওরা। মানূষ উন্নয়নের পাশে ছিল আছে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =