সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: প্রায় ২৭ বছর আগে বিক্রম রায় নামে এক ব্যক্তি বিহারের সমস্তিপুর জেলার সিংহিয়া থানা এলাকা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান । বাড়ির লোকেরা তাঁকে ফায়ার পাবার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন । প্রসঙ্গত পরিবার সূত্রে জানা যায় যে তিনি অসমের গুয়াহাটিতে কাজের জন্য গিয়েছিলেন সেখান থেকেই ২৭ বছর আগে উনি নিখোঁজ হয়ে যান ।এরপর তাঁরার কোনো খোঁজ পাওয়া যায়নি ।
হঠাৎই পাথর প্রতিমা থানার রামগঙ্গা খেয়া ঘাট থেকে এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে হ্যাম রেডিওর অপারেটার দিবস মন্ডল কে জানান। এরপর হ্যাম রেডিওর পক্ষ থেকে শুরু হয় সূত্র ধরে খোঁজ । জানান হয় স্থানীয় পুলিশ আধিকারিকদেরও । এরপর শুনুনা হ্যাম রেডিওর অপারেটার দিবস মন্ডল এর মুখেই ।
দিবস বাবু জানালেন গত কয়েকদিন আগে স্থানীয় একজন বাসিন্দা হ্যাম রেডিও অপারেটার দিবস মন্ডল কে জানান, তিনিই রামগঙ্গা খেয়া ঘাট থেকেই ( পাথরপ্রতিমা থানা)-র উনাকে উদ্ধার করি এবং তার পরিবারের খোঁজ পাই । দীর্ঘ 27 বছর নিখোঁজ থাকার পর আজকে তার পরিবারের হাতে আমরা তুলে দিতে পারলাম এই ব্যক্তিকে , এই ব্যক্তির নাম বিক্রম রায় ।
আজকের এই বিশেষ দিনে সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকদের উপস্থিতিতে তার পরিবারের হাতে আমরা তুলে দিলাম আজকে ওনার স্ত্রী এসেছেন ভগ্নিপতি উনার ভায়রাভাই এবং আরো দুজন স্থানীয় গ্রামবাসী আজকে এখানে ওনাকে নিতে এসেছেন ভীষণ ভালো লাগছে এর জন্য ।
আমরা ভীষণ ভাবে ধন্যবাদ জানাই রামগঙ্গা ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যদের যারা এই দীর্ঘ লকডাউন পিরিয়ডে এই অচেনা অজানা ব্যক্তির থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং ধন্যবাদ জানাই পাথরপ্রতিমা সম্মানীয় বিধায়ককে ধন্যবাদ জানাই পাথরপ্রতিমা ব্লক আধিকারিককে | স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী যিনি নিজের বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসে এই মানসিক ভারসাম্যহীন মানুষকে নিজের খাবার পৌঁছে দিয়েছিলেন সেই দিদিকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই ।
দক্ষিণ ২৪ পরগনার এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু হ্যাম রেডিও যেভাবে বিপন্ন মানুষের সাহায্যে আসছে তারজন্য এনাদের জাতীয় স্বীকৃতি পাওয়া উচিত বলে স্থানীয় মানুষদের অভিমত ।