দুষ্কৃতীদের আগুনে এক চাষির পাঁচ বিঘা জমির সরষে মাঠে পুড়ে ছাই মালদায়

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: সোনার ফসল বাড়িতে আসার আগেই দুষ্কৃতীদের আগুনে এক চাষির পাঁচ বিঘা জমির সরষে মাঠে পুড়ে ছাই বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহের চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের মনিকান্ডা মাঠে।ক্ষতিগ্রস্ত হয়েছেন ডুমরাল ঘাট এলাকার কৃষক কৈলাশ ভগত।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।আতঙ্কিত আলিয়া কৃষকরাও।জানা যায়,খরবা পঞ্চায়েতের ডুমরাল ঘাট এলাকার কৃষক কৈলাশ ভগতের পাঁচ বিঘা জমির সরষে জমিতে মজুত করে রাখা ছিল।মঙ্গলবার দুপুরে রৌদ্রে শুকিয়ে সরষে গুলি বাড়িতে নিয়ে আসার কথা ছিল।কিন্তু সোমবার রাতে কে বা কারা সরষেগুলিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

পাঁচ বিঘা জমির প্রায় ১৫ কুইন্টাল সরষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০হাজার টাকা।রাতেই খবর পেয়ে জমিতে ছুটে যান কৈলাশ বাবু।খবর দেওয়া হয় চাঁচল থানার খরবা ফাঁড়ির পুলিসকে।রাতেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ।মঙ্গলবার চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কৈলাশ ভগৎ।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কৈলাশ ভগৎ বলেন,আমার সাথে তেমন কারো কোনো শত্রুতা ছিলো না। তবে কে‌ বা কারা আগুন লাগালো বুঝতে পারছিনা।ব্যাংক থেকে ঋণ নিয়ে এবছর সরিষা চাষ করেছিলাম।সরিষা বিক্রি করে পরিষদ করার কথা ছিল।কিভাবে এত টাকা পরিশোধ করব তা চিন্তায় উড়েছে ঘুম

ওই এলাকার আরো এক কৃষক বেলাল হোসেন বলেন, এমন ঘটনা এর আগে এলাকায় ঘটেনি।ওই মাঠে অনেকেরই সরষে রয়েছে।এদিনের ঘটনায় আমরাও আতঙ্কিত। পুলিশের কাছে অনুরোধ দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =