মাত্র কুড়ি সেকেন্ডে মুখ দিয়ে তুলি ধরে রবীন্দ্রনাথের ছবি এঁকে “ইন্ডিয়া বুক অব রেকর্ডস”এর সার্টিফিকেট এলো ঘরে ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সুন্দরবনের প্রত্যন্ত বিচ্ছিন্ন দ্বীপ পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গোবিন্দপুর এলাকার দরিদ্র ঘরের ছেলে সমরেশ মাইতি। প্রথম থেকেই ছবি আঁকার দিকেই ঝোঁক ছিল তার । দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় ঠিকমতো শেখানো হয়নি । এমনটাই তার মায়ের কথা নিজের প্রচেষ্টায় চোখ, মুখ, মাথার চুলে বেঁধে,আগুন দিয়ে , এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ একসঙ্গে বহু তুলি বেঁধে ও বিভিন্ন শাক সবজি দিয়ে ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর সার্টিফিকেট পাওয়ায় গ্রামের মানুষ খুবই খুশি।

চলছে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম তোলার প্রস্তুতি। সমরেশের এই সাফল্যে এলাকার লোকজন থেকে শুরু করে মা, স্ত্রী, ছেলেমেয়ে এবং পরিবারের লোকজন খুবই খুশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =