BREAKING NEWS :: হাওড়া সাঁকরাইলে হনুমানের আক্রমনে ছাদ থেকে পড়ে মৃত এক ব্যাক্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হনুমানের তাণ্ডবেই প্রাণ গেল এক ব্যক্তির। বুধবার দুপুরে রাজু রায় (৩৮) নামের ওই ব্যক্তি তাঁর চায়ের দোকান বন্ধ করে বাড়ির ছাদে উঠেছিলেন। সেই সময় হনুমান দেখতে পেয়ে তিনি তাড়া করতে যান এবং আচমকাই সেই হনুমান উল্টে তাঁর দিকেই তেড়ে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে।

রাজুবাবু টাল সামলাতে না পেরে ছাদের খোলা সিঁড়ি থেকে নিচে পড়ে যান। এরপর তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এলাকা বাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সাঁকরাইলের সারেঙ্গা কেডিটি পোল এলাকায় একদল হনুমান উৎপাত চালাচ্ছে । প্রসাশনকে জানিয়েও কোনো ফল হয়নি জীবন দিয়ে এরই মাশুল দিলেন রাজু রায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seventeen =