তৃণমূল কংগ্রেসের একটি সভায় পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বচসাকে কেন্দ্র করে বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলঙ্গীর খয়রামারি এলাকা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা জলঙ্গী থানার খয়রামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভায় পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বচসাকে কেন্দ্র করে বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে উঠল জলঙ্গীর খয়রামারি এলাকা।

প্রসঙ্গত বুধবারের দিন জলঙ্গি থানা খয়রামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় তৃণমূল কংগ্রেসের এলাকার অঞ্চল সভাপতি নাসিরউদ্দীন বিশ্বাসের সঙ্গে খয়রামারি পঞ্চায়েতের প্রধান হাসিনা বানুর বাকবিতন্ডা তৈরি হয় কোন কারণবশত ।

আর সেই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসের সামনে পরপর দুটি তাজা বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ খয়রামারি পঞ্চায়েত প্রধান হাসিনা বানুর এলাকার অঞ্চল সভাপতি নাসির উদ্দীন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে ।

বোমাবাজির ঘটনার পর খয়রামারি পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে অপহরণের অভিযোগ ওঠে খয়রামারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে ।

যদিও ডোমকল মহাকুমা পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অপহৃত পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে খুঁজে পাওয়া যায় বলে জানা গিয়েছে তবে পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমানকে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ ডোমকল মহাকুমা পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য ঘটনাস্থলে বর্তমানে ডোমকল মহাকুমা পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এলাকায়, তবে বোমাবাজির ঘটনায় চাপা উত্তেজনা গোটা খয়রামারি এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + five =