প্রায় চার বছর পর কর্পোরেশন পেল চন্দননগর পৌরনিগমের বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সদ্য সমাপ্ত চন্দননগর পৌরনিগমের ফল ঘোষণার পর আজ কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো চন্দননগর রবীন্দ্রভবনে। প্রায় চার বছর পর কাউন্সিলর পেল চন্দননগরবাসী। প্রসঙ্গত ২০১৫ সালে বোর্ড গঠনের পর থেকেই চন্দননগর পৌরনিগমে শুরু হয় ডামাডোল। প্রায় আড়াই বছর পর সেই বোর্ড ভেঙে দিতে বাধ্য হয় রাজ্য সরকার। এরপর চন্দননগর পৌরনিগমের কমিশনারের হাত ধরেই চলছিল পৌরনিগম।

অবশেষে ২০২২ সালের ১২ ই ফেব্রুয়ারি রাজ্যের আরো তিনটি পৌরনিগমের সাথে নির্বাচন হয় এই চন্দননগর পৌরনিগমেরও। যার ফল ঘোষণা হয় ১৪ ই ফেব্রুয়ারি। যেখানে তৃণমূল কংগ্রেস ৩১ একে জয়লাভ করে এবং একটি ওয়ার্ডে প্রার্থী মারা যাওয়ার কারণে নির্বাচন স্থগিত থাকে। এরপর গত ১৮ তারিখ তৃণমূল কংগ্রেসের জাতীয় কোর কমিটির বৈঠকে মেয়র হিসেবে রাম চক্রবর্তীর নামে সীলমোহর পড়ে ।

আর আজ মেয়র হিসেবে শপথ নিলেন রাম চক্রবর্তী। সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৩২ জন কাউন্সিলর কেই শপথ বাক্য পাঠ করান জেলাশাসক দিপাপ প্রিয়া পি।

এদিন শপথ গ্রহণ করেন একমাত্র বিরোধী কাউন্সিলর অভিজিৎ সেনও। এরপর মেয়র ও চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন যথাক্রমে রাম চক্রবর্তী এবং স্নিগ্ধা রায়। তখন রবীন্দ্র ভবন চত্বর যেন ফেটে পড়ছিল করতালিতে। এরপর শপথ গ্রহণের পর সমস্ত কাউন্সিলরদের নিয়ে পায়ে হেঁটে পৌরনিগম পৌছলেন রাম চক্রবর্তী। সমস্ত কাউন্সিলরদের নিয়ে প্রথম দিনই মিটিংয়ে বসেন তিনি।

এদিনের এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, অতিরিক্ত জেলা শাসক সাধারণ নকুল চন্দ্র মাহাতো, মহকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত, চন্দন নগর পৌরনিগমের কমিশনার স্বপন কুন্ডু সহ বিশিষ্টজনেরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মেয়র রাম চক্রবর্তী গতবারের বোর্ড ভাঙা নিয়ে এবার আর ভাবতে রাজি নয় বলে জানান। তার বক্তব্য এবার মানুষকে পৌর পরিষেবা প্রদানে আমরা আরো বেশি সচেষ্ট হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =