বারুইপুরে সতেরো জন প্রার্থীর সমর্থনে মহামিছিল

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বারুইপুর পৌরসভা ভোটে তৃণমূলের সতেরো জন প্রার্থীর সমর্থনে একটি মহামিছিল বেরয় । এই মহামিছিল এলাকার পদ্মপুকুর থেকে রস মাঠ পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাজপথ পরিক্রমা করে ।

এই মিছিলে পৌরসভার সতেরো জন প্রার্থী ও তাদের সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ  ও পশ্চিম বারুইপুরের বিধায়ক শ্রী বিমান বন্দোপাধ্যায় এবং  অভিনেত্রী জুন মালিয়া ও পরিচালক অভিনেতা এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও ।

এই মিছিল যখন পথ পরিক্রমা করে তখন এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যায় । এমনকি বাড়ির মহিলারাও বাইরে বেরিয়ে এসে মিছিলকে অভ্যর্থনা জানায় ।এই মিছিলের পর তৃণমূলের নেতৃত্বের আত্মবিশ্বাস এখন তুঙ্গে । তাঁদের বিশ্বাস এবার হয়ত পৌরসভা বিরোধী শুন্য হতে পারে কারণ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং বাম দলগুলি এখন অনেকটাই তরুণ নেতৃত্বের অভাবে ভুগছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =