নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন ঘোষের সমর্থনে ছাতিনাকান্দি রটন্তী কালী মন্দির প্রাঙ্গণে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নির্বাচনী জনসভা সারলেন খড়গ্রামের বিধায়ক আসিস মার্জিত।
বিধায়ক আসিস মার্জিত তার নির্বাচনী সভায় যেমন ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বক্তব্য রাখলেন, তেমনি এলাকার অগণিত সাধারণ মানুষ ছাতা মাথায় কিংবা কাপড় মাথায় দিয়ে নির্বাচনী জনসভায় যোগ দান করলেন বৃষ্টিকে উপেক্ষা করে ।মনোযোগ সহকারে বক্তৃতা সম্মেলন। বৃষ্টিকে উপেক্ষা করে কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষের সমর্থনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা কার্যত সফল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।