বিএসএফ কর্মকর্তা গরু পাচারের সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র হাতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: আর্থিক অপরাধের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম সতীশ কুমার। গরু পাচারের সঙ্গে যুক্ত এমন অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে আইন বহির্ভূতভাবে টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সতীশ কুমারের স্ত্রী ও পুত্রের নামে থাকা সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে।

এই সম্পত্তির পরিমাণ প্রায় তিন কোটি টাকা, যার মধ্যে স্থায়ী সম্পত্তি ও মিউচুয়াল ফান্ড রয়েছে। ইডি জানিয়েছে, মনোজ সানা নামের এক ব্যক্তি প্রায় ১৩ কোটি ভারতীয় মুদ্রা সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল এবং শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের ব্যাংক অ্যাকাউন্টে অতীতে জমা করেন। এই টাকা পরবর্তী সময়ে সম্পত্তি এবং মিউচুয়াল ফান্ড কিনতে ব্যয় করা হয়। ভারত থেকে বাংলাদেশে গরু পাচারকারীদের যে চক্র রয়েছে, সতীশ কুমার তার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে ইডি ।বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমার এবং আরও ছয়জনের বিরুদ্ধে ঠিক এক বছর আগে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সেই চার্জশিটে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা জেলায় দায়িত্বে থাকার সময় সতীশ কুমার একটি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন, যারা গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল।

এই মামলার জেরে সিবিআই তাঁকে ২০২০ সালের নভেম্বর মাসে গ্রেপ্তার করে, কিন্তু তিনি ডিসেম্বরে জামিন পেয়ে যান। সিবিআইয়ের সেই মামলার জেরেই এখন সতীশ কুমারকে পুনরায় গ্রেপ্তার করা হলো।এনামুল হকের সঙ্গে মনোজ সানা কাজ করতেন।

গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এনামুলকে ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে গ্রেপ্তার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সতীশ কুমারকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি জানিয়েছে।

বিষয়গুলো নিয়ে নানান মামলা চলাকালে সতীশ কুমারের গ্রেপ্তার পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। ইডি সূত্র জানাচ্ছে, বিএসএফ ও কাস্টমস এবং স্থানীয় পুলিশের কর্মকর্তাদের একটা বড় অংশ কয়লা কেলেঙ্কারি এবং গরু চোরাচালানের সঙ্গে যুক্ত। আশা করা হচ্ছে, সতীশ কুমার ও এনামুল হককে জেরা করে দ্রুত এই সরকারি কর্মচারীদের গ্রেপ্তার করবে তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =