নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া ::বৃহস্পতিবার রাতে বাঁকুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার নামো বাগদী পাড়ায় রাতের অন্ধকারে বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠলো কয়েক জন মদ্যপ যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই এলাকার একটি ক্লাবের সদস্যরা ।
নিয়মিত মদ আর জুয়ার আসর বসতো। তাদের ‘ভয়ে’ এতো দিন কেউ প্রতিবাদ করতে পারতোনা। ঐদিন রাতে স্থানীয়দের বাড়ির দরজার কাঁচ, গাড়ি ভাঙ্গচুর করে বলে অভিযোগ। পরে শুক্রবার সকালে ঐ দূস্কৃতিরা পাড়ার মহিলাদেরও মারধোর করে বলে অভিযোগ উঠছে।
ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অভিজিৎ দত্তের দাবি, বিশেষ কোন গোষ্ঠী মদত দিয়ে ঐ উচ্ছৃঙ্খল যুবকদের দিয়ে এই কাজ করাচ্ছে। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাড়ি, গাড়ি ভাঙ্গচুরের পাশাপাশি তাদের দলীয় পতাকাও ছেঁড়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন । পলিশ অভিযুক্ত পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়।