কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ইংরেজবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বিজেপির ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ। গৌড় রোডের নরেন্দ্রপল্লী এলাকার ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের। ইংরেজবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে এবারে বিজেপি প্রার্থী করেছে এক নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার রাজিব চম্পটিকে।তৃণমূল প্রার্থী ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সুমালা আগারওয়ালা। এই ওয়ার্ডে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজিব চম্পটির অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি প্রদর্শন করতে তৃণমূল এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।