ইউক্রেনের কিয়েভে আটকে পড়া তিন ছাত্রী দার্জিলিং এ এসে পৌছান,রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর উদ্যেগে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: এদিন ইউক্রেনের কিয়েভে আটকে পড়া তিন ছাত্রী দার্জিলিং এ এসে পৌছান,রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর উদ্যেগে।তারা প্রত্যেকেই দার্জিলিং এর বাসিন্দা।এদিন শান্তা ছেত্রী জানান উত্তরবঙ্গের মোট তিরিশ জন বাসিন্দা ইউক্রেনে আটকে আছেন,শুধু পাহাড় নয় তাদের সবাইকে ফেরৎ নিয়ে আসা হবে রাজ্য সরকারের উদ্যেগে। মানুষের পাশে থেকেই কাজ করব আমরা এবং আমাদের দল জানালেন শান্তা ছেত্রী।

এদিন শান্তা ছেত্রী জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় সারা বাংলা জুড়ে যে উন্নয়ন শুরু হয়েছে এবারে পাহাড়ের মানুষও তার থেকে বাদ যাবে না ।পাহাড়ে শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেস।এদিন শান্তা ছেত্রীর অনুরোধ করেছেন ভোটের দিন পযর্ন্ত তৃণমূল কাউন্সিলারদের পাহাড়ে থেকে যেতে।

পাহাড়ে এবার ভোটের ফলাফল ইঙ্গিতপূর্ণ হবে বলে মনে করছেন পাহাড়বাসী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির কাউন্সিলারেরা জোর কদমে প্রচার করেছেন বলে খবর পাওয়া গেছে।

পাহাড়ে প্রচার শেষ দিন আজকে।প্রচার শুরু হয়েছে আজ সকাল থেকেই।আজ সকাল থেকে শান্তা ছেত্রী এবং বিনয় তামাং এর নেতৃত্বে পাহাড়ে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস,সকাল আটটা থেকে মিছিল শুরু করে গোর্খা লীগও।এদিন পাহাড়ে আসবার কথা তৃণমূল এবং বিজেপীর কয়েকজন শীর্ষ নেতারও।পাহাড়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই জমে উঠবে বলে মনে করছেন পাহাড়বাসীও।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + two =