কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে মালদার পড়ুয়া।ইউক্রেনের খারকিভ শহরে। পড়ুয়ার নাম বিবেক দে।খারকিভ ইউনিভার্সিটির ছাত্র। স মালদা থেকে ২১সালের এপ্রিলে সেখানে যায়। চলতি বছরের মার্চে আসার কথা।
এদিকে সেখান থেক বিবেককে সহ তাদের সহপাঠিদর বলা হয় সাইরেন শুনলে হোস্টেলের বেসমেন্টে যেন চলে যায়।মাঝে মাঝে ভিডিও কলে কথা হচ্ছে। উদ্বেগে মালদায় পরিবার।
ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়েছে মালদা শহরের কুতুবপুর এলাকার বাসিন্দা বিবেক চন্দ্র দে।ইউক্রেনের খারকিভ শহরে আটকে রয়েছে তারা। তার সাথে রয়েছে আরও বেশ কিছু ছাত্র। একটি ফ্ল্যাটে বর্তমানে আশ্রয় নিয়েছে তারা । সাইরেন শুনলে হোস্টেলের বেসমেন্টে যেন চলে যায় আশ্রয় নিতে ।
ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছে তারা।মূল যুদ্ধক্ষেত্র ক্রিব শহর থেকে প্রায় ছয় ঘন্টা লাগে ওই শহর।বাবা বিশ্বনাথ দে ও মা দেবযানী চান তাদের সন্তানকে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয় দেশে।