সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার পুরসভার ভোট। সেই ভোটের আজ নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী আজ শেষ দিন প্রচারের। সেই শেষদিনের প্রচারের ঝড় তুলতে শুক্রবার কোমর বেঁধে মাঠে নেমে পড়লেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শক্তি রায়চৌধুরী । তিনি তিনটি অধ্যায়ের পুরসভা নির্বাচনের পুরসভার চেয়ারম্যানের পদ সামলেছেন।
চতুর্থ নির্বাচনেও তিনি পদপ্রার্থী হয়েছেন ।ভোট লড়াই লড়ছেন তাই আজ ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে নজরুল সারণি পর্যন্ত পদযাত্রা করলেন। উপস্থিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা,বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাধিপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ আরো অনেকে।