সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ তার জেরে ইউক্রেনে আটকে পড়ল ডায়মন্ডহারবারের এক ছাত্র। ডায়মন্ড হারবারের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন স্কুলের শিক্ষক পার্বতী চরণ ঘোষ এর একমাত্র ছেলে প্রিয়াস ঘোষ। প্রিয়াস কেপ ইউনিভার্সিটির মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রিয়াস চলতি বছরের ২৫ জানুয়ারি বাড়ি থেকে ইউক্রেনে গিয়েছিল।
কিন্তু ইউক্রেনের যে ভয়ানক পরিস্থিতি ঘটতে চলেছে তা বিন্দুমাত্র টের পাইনি ইউক্রেন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা ডায়মন্ড হারবারের ঘোষ পরিবার। একের পর এক সংবাদমাধ্যমে রাশিয়া-ইউক্রেন আক্রমণের সংবাদ শুনে শিউরে উঠছে প্রিয়াসের পরিবার। প্রতি ঘন্টায় ঘন্টায় একমাত্র ছেলেকে ফোন ও ভিডিও কলের মাধ্যমে খোঁজ নিচ্ছে ঘোষ পরিবারের সদস্যরা।
প্রিয়াসের পরিবারের জানান, ভারত সরকারের কাছে আবেদন যত দ্রুত সম্ভব ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্র ,ছাত্রীদের ও ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক কেন্দ্র সরকার। একমাত্র ছেলের দুশ্চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারছে না ঘোষ দম্পতি। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক সরকারের কাছে বারবার অনুরোধ করছে প্রিয়াসের বাবা।