মালদার ইংরেজারের শোভানগরের ছাত্র সোহান মহলদার ইউক্রেনে আটকে রয়েছে– সে চতুর্থ বর্ষের ছাত্র।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা ::   ডাক্তারি পরতে গিয়ে মালদার ইংরেজারের শোভানগরের নৌদা বাজারের ছাত্র সোহান মহলদার ইউক্রেনে আটকে রয়েছে। সে চতুর্থ বর্ষের ছাত্র। এদিন হোয়াটস আপে জানান,ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে। সেখানে তারা ফ্লাইট ধরার জন্য বেরিয়েছিলেন কিন্তুু ফ্লাইট ক্যান্সাল হয়ে যায়।

ফলে তাদের একটি স্কুলে রাখা হয়েছে। সেখানে ৩০জন ছাত্র রয়েছে। সেখানে সে একাই বাঙালী রয়েছে। ফ্লাইট ধরার জন্য পাশের  জন্য বেরিয়ে ছিলাম। কিন্তু আমাদের যাওয় হয় নি। প্রতিনিয়ত বোমার শব্দ শোনা যাচ্ছে। আতঙ্কে রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seven =