পৌরসভা ভোট অথচ ঝাড়গ্রাম শহরের লোক নেই !

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ ::ঝাড়গ্রাম :: শেষদিনের প্রচারে এসে, এস পি কে অচেনা মহিলা দের তালিবানি কায়দায় মারধোরের ঘটনায় যুক্ত, তৃনমূলের ৭নংওয়ার্ডের পার্থী গোবিন্দ সোমানি ও তার সাগরেদ দের গ্রেপ্তার এবং শান্তিপূর্ন ভোটের নির্দেশ দিলেন পার্থ চট্টোপাধ্যায়। শেষদিনের তৃনমূলের প্রচারে টাকা আর ভাতা দেওয়ার নামে বাইরে থেকে লোক এনে শহরে মিছিল করলেন পার্থ চট্ট্যপাধ্যায়। কয়েকশ লোকের মিছিলে মাঝপথে গাড়ি খারাপ হয়ে যায়। মিছিলের মাঝে সিকিউরিটি গাড়ি ঠেলে ঠেলে এগোতে থাকে। সাথে হাতে বাজারের ব্যাগ, ঝোলা নিয়ে তার সাথেই পা মেলায় গ্রাম থেকে আসা টাকা,ভাতা পাওয়ার আশায় আসা মানুষরা।

পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত বহিরাগত দের নিয়ে মিছিলে ঝাড়গ্রাম বাসীরা অনেকটাই বিরক্ত।গত ২১তারিখ রাতে ৭নং ওয়ার্ডের তৃনমূল পার্থী গোবিন্দ সোমানীর আশ্রিত দুষ্কৃতিরা রাস্তার উপর তিনজন মহিলা ও তিনজন পুরুষ কে বেধড়ক মারধর করছিলো যা তালিবান দের ও হার মানায়।

সাংবাদিক রা তার প্রতিবাদ করে, ছবি তোলায় তাদের উপর ও আক্রমণ হয়। সাথে সাথে পুলিশ ঘটনা স্থলে পৌছে একজনকে গ্রেপ্তার করে। আহত মহিলা দের হাসপাতালে পৌছে দেন। দুষ্কৃতি দের বলতে শোনা যায় “২৫তারিখ পার্থ চট্টোপাধ্যায় আসবে পুলিশকে নির্দেশ দিয়ে দেবে। তোরা খাল্লাস।”

আজ আপনি এসেছেন আপনি কি সেই নির্দেশ দিয়ে গেলেন? প্রশ্ন শুনে পার্থ চট্টোপাধ্যায় থতমত খেয়ে যান। তার পর মাইক হাতে সবার মধ্য এসপি কে উদ্দেশ্য করে বলেন, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের সবাই কে যেনো গ্রেপ্তার করা হয়।

৭নং ওয়ার্ডের পার্থী গোবিন্দ সোমানীর অতিথি শালায় থাকা প্রসঙ্গে বলেন, আমি তো অনেক অতিথি শালায় থাকি। তাতে কি? এই ঘটনার সাথে যুক্ত সবাইকে যাতে গ্রেপ্তার করা হয়। এবং ২৭ তারিখ যেনো কোনো অশান্তি বরদাস্ত না করে পুলিশ।

পুলিশের বক্তব্য তদন্ত শুরু হয়েছে। এখন ভোটের কাজে সবাই ব্যাস্ত থাকায়, ভোট শেষ হলেই উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবেনা। ২১ তারিখ রাতে মহিলাদের অযৌক্তিক ভাবে তালিবানি কায়দায় মারধোরের ঘটনায় ৭নং ওয়ার্ডের শিক্ষিতা মহিলারা জানান, এরকম ভাবে তালিবানি কায়দায় যারা অচেনা মহিলাদের বেধরক মারধোর করে তারা দিদির স্নেহধন্য হতে তো পারেই না।

নিজেদের মায়েরাও এই সব সন্তানদের ঘৃনা করে। এরা জিতলে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হবে।তবে আজকের শেষ দিনের প্রচারে পার্থ চট্টোপাধ্যায় এর মিছিল তৃনমুল কে বেশ কিছুটা অস্বস্তি তে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =