নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়্নাগুড়ি :: রাত পেরোলেই ময়নাগুড়ি পৌর নির্বাচন। আর তার প্রাক্কালে ময়নাগুড়িতে আসলেন ভোট কর্মীরা। শনিবার সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী সহ নিরাপত্তা রক্ষীরা পৌঁছে যান। জানা গেছে, এই প্রথম ময়নাগুড়ি পৌরসভার নির্বাচন। যেখানে রয়েছে ১৭ টি ওয়ার্ড।
মোট ভোটার সংখ্যা ২৪৪০৩ জন। পুরুষ ১২০০১ জন ও মহিলা ১২৪০২ জন। ময়নাগুড়ি পৌরসভায় মোট ৩২ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ১৭ টি ওয়ার্ডের জন্য ৬৬ টি রিজার্ভ সহ ইভিএম মেশিন রাখা হয়েছে। শনিবার ভোট গ্রহণ কেন্দ্র সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন এসডিও সুদীপ পাল। প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে বসানো হয়েছে পুলিশকর্মী।।