নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: রাত পোহালেই উত্তর ২৪ পরগনার মোট ২৫ টি পুরসভার ভোট তার প্রস্তুতি শেষ প্রস্তুতি চলছে । ডিসি আরসি চলছে কাউন্টারে লম্বা লাইন। ভোট কর্মীদের ব্যাপক ব্যস্ততা ।আবার উল্টোদিকে ভত্কর্মীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য চলছে ব্যাপক প্রস্তুতি ।
উত্তর ২৪ পরগনা জেলার মোট ২৫ টি পৌরসভা নির্বাচন তার মধ্যে বারাসাত মহাকুমার পাঁচটি পৌর এলাকার বারাসাত, মধ্যমগ্রাম,অশোকনগর, হাবরা ও গোবরডাঙ্গা মোট পাঁচটি পৌর এলাকায় এলাকার মোট ভোটার সংখ্যা ৬৮৪৩৭৩মোট বুথ সংখ্যা ৮২৬ টি ।
বারাসাত হাবরা ডি সি আর সি তে লম্বা লাইন শেষ মুহূর্তে ভোটারের লিস্ট ইভিএম মেশিন চেক করে নেওয়ার চরম ব্যস্ততা।