পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার নির্বাচন।পুরসভা নির্বাচনের প্রাক মুহুর্তে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার রাজ্যের অন্যান্য পুরসভা নির্বাচনের সাথে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার নির্বাচন।পুরসভা নির্বাচনের প্রাকমুহুর্তে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রশাসন তৎপর।

ভোটের সামগ্রী নিয়ে ঘাটাল কলেজ থেকে ভোট কর্মীরা বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন ,ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভার ভোট গ্রহণের জন্য ১৪০টি বুথ আছে। এর মধ্যে ঘাটাল পৌরসভা তে ৬০টি , খরার পৌরসভাতে ১৩টি , রামজীবনপুর পৌরসভাতে ২২টি , চন্দ্রকোনা পৌরসভায় ২৭টি এবং ক্ষীরপাই পৌরসভা তে ১৮টি বুথ আছে।

মহকুমা শাসক আরো জানান ঘাটাল পৌরসভা নির্বাচনের জন্য ১৫ টি সেক্টর আছে। প্রতিটি বুথে সিসিটিভি থাকবে। শান্তিপূর্ণভাবে ভোটের জন্য সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, মহকুমায় পৌরসভা নির্বাচনের জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ।

প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ থাকবে। থাকবে সিসিটিভি। কোন সমস্যা হলে তিনি স্থানীয় থানা ,মহকুমা শাসক কিংবা তার সাথে যোগাযোগ করতে বলেন। সীমান্তবর্তী কিছু বুথে বিশেষ নজর থাকবে এবং পুলিশের রুটমার্চ হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =