নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: আজকে রাজ্যের ১০৮টা পৌরসভার মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভাতেও ভোট উৎসব চলছে, মানুষ আজকের ভোটদান উৎসবে সামিল হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক একই আর্জি শহরবাসীদের জানালেন ও হুগলি চুঁচুড়া পৌরসভা ভোট হবে উৎসবের মেজাজে কোন গন্ডগোল হলে তাও প্রশাসনিক তৎপরতায় মোকাবিলা হবে জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
এই মুহূর্তে হুগলী-চুঁচুড়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ২৩২নম্বর বুথে ব্যালট ইউনিটের নাম্বার মিলছে না। ফলে মক পোলিং বন্ধ। রাজনৈতিক দলগুলির বক্তব্য ব্যালট ইউনিট পরিবর্তন না করলে এখনে ভোটই শুরু করতে দেওয়া যাবে না।