চুঁচুড়ার ৭নম্বর ওয়ার্ডের ২৩২নম্বর বুথে ব্যালট ইউনিটের নাম্বার মিলছে না। ফলে মক পোলিং বন্ধ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: আজকে রাজ্যের ১০৮টা পৌরসভার মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভাতেও ভোট উৎসব চলছে, মানুষ আজকের ভোটদান উৎসবে সামিল হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক একই আর্জি শহরবাসীদের জানালেন ও হুগলি চুঁচুড়া পৌরসভা ভোট হবে উৎসবের মেজাজে কোন গন্ডগোল হলে তাও প্রশাসনিক তৎপরতায় মোকাবিলা হবে জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

এই মুহূর্তে হুগলী-চুঁচুড়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ২৩২নম্বর বুথে ব্যালট ইউনিটের নাম্বার মিলছে না। ফলে মক পোলিং বন্ধ। রাজনৈতিক দলগুলির বক্তব্য ব্যালট ইউনিট পরিবর্তন না করলে এখনে ভোটই শুরু করতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =