জয়নগর মজিলপুর পৌরসভায় সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো

সুদেষ্ণা মন্ডল :: :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: জয়নগর মজিলপুর পৌরসভায় 2নম্বর ওয়াদের 121 ও 122 বুথ সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা সকাল-সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছেন। জয়নগর পৌরসভার ১৪ টি ওয়ার্ডের ২৯ টি বুথ।

জয়নগর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭২৩ জন।যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১১হাজার ৫৮১ জন ও মহিলা ভোটার রয়েছেন ১২ হাজার ১৪১ জন। অন্যন ভোটার -১ ।জয়নগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি ভোটার রয়েছে ১১৫৯ জন। সবথেকে কম ভোটার রয়েছে ৫ নম্বর ওয়ার্ডের ৫৭৪ জন।

বারুইপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সরস্বতী প্রাথমিক হিন্দী বিদ্যালয় ভোটের লাইন, ৪৮ ও ৪৯ নম্বর বুথে, ভোট শুরু হোলো কিছুক্ষণ আগে |
রাজপুর সোনারপুর পৌরসভার বাংলা স্কুলে উত্তেজনা চলছে । রয়েছে পুলিশ| উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =