নিজস্ব সংবাদদাতা :: :: সংবাদ প্রবাহ ::উত্তর ২৪ পরগনা :: টাকি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিপূর্ণ ভোট চলছে ভোটাররা সকাল থেকেই বুথে লম্বা লাইন করেছেন। এবং তারা জানাচ্ছেন ভোট একেবারে শান্তিপূর্ণ হচ্ছে। রাজ্যে একাধিক জায়গায় যখন বিক্ষিপ্ত সমস্যা ছবি উঠে পড়েছে সেখানে টাকি পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়লো ।এদিকে ছাপ্পা ভোটার অভিযোগে ইভিএম ভাঙলো বিজেপি প্রার্থী বসিরহাট পৌরসভার ৪, নম্বর ওয়ার্ডের ধলতিথা পাড়ায় ২৪১, নম্বর বুথে ছাপ্পা ভোট দেয়ার অভিযোগে এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুজয় চন্দ্র নিজেই ইভিএম ভেঙে দিলেন । ভোট বন্ধ পুলিশ ও ভোটারদের মধ্যে ঝামেলা চপলছে ।