নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণকুমার জানার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তরুণকুমার জানা। তাঁকে হাতের সামনে পেয়ে অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর গুরুতর হামলা চালায় ।সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এখন আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে দক্ষিণ কাঁথির বিধায়ক তথা ১০ নম্বর বিজেপি প্রার্থী অনুপ কুমার দাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এই অভিযোগ বিজেপি অস্বীকার করেছে ।