কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পৌর নির্বাচনের ঠিক একদিন আগে পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের চার যুবককে আটক করে থানায় আটক করে রাখে মালদা থানার পুলিশ । এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা সুত্রে জানা যায় পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই চারজন যুবক তৃণমূল কর্মী বলে পরিচিত ছিল ।
কিন্তু যখন তৃণমূল দলের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা হয় তখন এই ওয়ার্ডের প্রার্থী হন নির্মল অধিকারী তাই এই কর্মীদের পছন্দের প্রার্থী না হওয়ায় ধৃত ওই যুবকরা ওই ওয়ার্ডের নির্দল প্রার্থীকে সমর্থন করে ভোট প্রচার করতে থাকে।
ভোটের কদিন আগে থেকেই তৃণমূল দল থেকে এই চার যুবকের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ করে আসছিল শাসক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। শনিবার রাত্রে, শ্যামল অধিকারী, বিভাগ যাদব,শ্যামা প্রসাদ ভট্টাচার্য এবং সত্য দাসকে গভীর রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
অবশেষে রবিবার বৈকাল চারটের সময় পুলিশ ছেড়ে দেয় কিন্তু ধৃত ওই যুবকদের বক্তব্য শাসকদলের কথা মোতাবেক আমাদেরকে থানায় আটক করা হয়েছিল কারণ আমরা যেন নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে না পারি এবং তৃণমূল প্রার্থীর যাতে অনায়াসে জয়ী হতে পারে তার জন্যই পুলিশের এই ভূমিকা।