দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ব্যাতিক্রমি ভোট ঝাড়গ্রাম পুরসভায়। পৌরসভায়।রাজ্যের বিভিন্ন জায়গায় যখন হিংসার অভিযোগ উঠছে তখন ঝাড়গ্রামের চিত্র একদমই ব্যাতিক্রমি। এখানে একটি সামান্য তম ঘটনাও ঘটেনি। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে ভোটাররা। গোটা পৌরসভা জুড়ে পুলিশি ব্যাবস্থা ছিলো চোখে পড়ার মতো।
সাধারন দুঃস্থ মানুষকে সাহায্যের হাত বাড়াতেই বেশী দেখা গেলো ঝাড়গ্রামে। ভোটের শেষে, শান্তিপূর্ণ ভোট করার জন্য ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডাঃউমা সরেন দলীয় কর্মী সহ সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের ধন্যবাদ জানান। ভোটে কর্মরত সমস্ত আধিকারিক সহ সরকারী কর্মী দেরও ধন্যবাদ জানান তিনি।
যদিও ৭ এবং ১০ নং ওয়ার্ডের তৃনমূলের পার্থী ভোট কে নষ্ট করতে চেয়ে সাংবাদিক দের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। তবে সাংবাদিকরা বিষয়টি গুরুত্ব দেয়নি।