চুঁচুড়ায় বনধকে সফল করতে জবরদস্তি দোকানের ঝাঁপ নামিয়ে দিলো বিজেপি!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: গতকাল বাংলা জুড়ে পৌর ভোটকে ঘিরে অশান্তির জেরে সোমবার ডাকা ১২ঘন্টার বাংলা বনধকে সফল করতে দোকানের জোর করে ঝাঁপ নামিয়ে দিলো বিজেপি।

এদিন সকাল দশটা নাগাদ চুঁচুড়ায় হুগলী সাংগঠনিক বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপির এক মিছিল বের হয়।

বনধের সমর্থনে বের হওয়া এই মিছিল থেকেই রাস্তার দুধারের দোকানের ঝাঁপ নামিয়ে দেয় বন্ধ সমর্থক বিজেপি নেতা-কর্মীরা। অবশেষে হুগলির পিপুলপাতি মোড়ে গিয়ে একবারে পাঁচ রাস্তার সংযোগস্থলে অবরোধ শুরু করে । এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =