নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: পৌর ভোটে বিশৃঙ্খলার প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ ডাকে বিজেপি ।এরফলে আসানসোল শিল্পাঞ্চলে বলা যায় কোনো প্রভাবই পড়েনি ।প্রতিদিনের মত রাস্তায় সরকারি বেসরকারি বাস পথে রয়েছে।বাজার চলছে স্বাভাবিক ভাবেই। অন্যান্য সাধারণ দিনের মতো যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে কম।
তবে নিয়ামতপুর মোড়ে আসানসোল পৌরনীগমের ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা কিছুক্ষণ এর জন্যে নিয়ামতপুর আসানসোল প্রধান রাস্তা অবরোধ করে । কিছুক্ষণ এই অবরোধ চলার পর নিয়ামতপুর ফাড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
আসানসোল গীর্জা মোড় এলাকায় বিজেপি কর্মীরা প্রায় ৩০ মিনিট টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার পর পথ অবরোধ তুলে দেয় পুলিশ।”পুলিশ এসে আটক করে নিয়ে যায় ১৫ জন বিজেপি কর্মীকে। তাছাড়া সেরকম কোন গন্ডগোলের খবর নেই এখনো পর্যন্ত। সব রাস্তায় যানচলাচল স্বাভাবিক। এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই বলেই পুলিশ সূত্রে খবর ।