নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: লকডাউনের পরথেকে বিশ্বভারতীতে ছাত্রাবিক্ষভ লেগেই রয়েছে । হোস্টেল না থাকার ফলে বাড়ি ভাড়া নিয়ে অত্যন্ত ব্যয়বহুল ভাবে পড়াশোনা চালানো দুষ্কর ।ফলে হোস্টেল খোলার দাবিতে ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।তাদের দাবি অবিলম্বে বিশ্ববিদ্যালয় সমস্ত বিভাগের হোস্টেল খোলা, বিশ্বভারতীর সমস্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার ব্যবস্থা করা সহ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পেছোতে হবে এই তিন দাবিতে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । তারা নিজেদের সুবিধে মত বিভিন্ন বিভাগের দরজায় তালা ঝুলিয়ে দেয় । ছাত্র আন্দোলনকারীদের বক্তব্য দাবি না মানা হলে আন্দোলন আরো প্রকট হবে ।