নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঘমুন্ডি(পুরুলিয়া) :: পুরভোট শেষ হওয়ার পরের দিনই মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঘমুন্ডিতে। জঙ্গলমহলে ১ লা মার্চ বন্ধের ডাক দিয়ে পোস্টারে ছয়লাপ। বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের বামনী ফলসের পুরোনো গেস্ট হাউসের সামনে থেকে মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ।
মাওবাদী নেতা রিমিল এবং বিপ্লব সহ অন্যান্য নেতৃত্বের মৃত্যুর বদলা চেয়ে এই পোস্টার। সেই সঙ্গে পোস্টারে স্পষ্ট ভাষায় লেখা সরকারি ভাতা ও চাকরির লোভ দেখিয়ে মাওবাদী ছেলেদের রুখতে পারবে না সরকার। তাঁরা আবার ফিরে আসবে জঙ্গলে। এমনই দাবি তাদের।
এছাড়াও জঙ্গলমহলের সাধারণ মানুষের বিভিন্ন অসুবিধা অভিযোগের কথা কেন সরকারের কাছে গিয়ে এখনও পর্যন্ত পৌঁছচ্ছে না সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে জঙ্গলমহলের দায়িত্বে থাকা পুলিশ এসপি এবং ডিএসপিদের কাছেও । পোস্টারের নিচে লেখা “CPI মাওবাদী, দলমা বাবা”।
কেও বা কারা কোন উদ্যোসে এই পোস্টার সাটলো? এই পোস্টার গুলি আদেও মাওবাদী দের? সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে পোস্টার গুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ।