বেলারুস সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরু

ওয়ার ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।ইউক্রেন আগেই এক বিবৃতিতে জানিয়েছিল , আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। তাদের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকেই রয়েছেন।এর আগে রাশিয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি দেশটির বার্তা সংস্থা তাসকে জানিয়েছিলেন, দুই পক্ষ রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আলোচনার টেবিলে বসতে পারে।

ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ‘আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছাবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব। আমরা সারা রাত জেগে তাদের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।’

এদিকে বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়, বৈঠকে শুরুর আগে আগে ইউক্রেনের প্রিসেডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশটিকে ‘এখন’ই সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে ৪৪ বছর বয়সী এই নেতা আহ্বান জানান, ‘নতুন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি।

রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছাড়ানোকারীদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।

জেলেনস্কি আবার তাঁর দেশকে সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধবিরোধী জোটের সমর্থন নিঃশর্ত ও নজিরবিহীন। আমাদের প্রত্যেকেই যোদ্ধা এবং আমি নিশ্চিত, আমরা সবাই জয়ী হব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =