কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: বিজেপি ডাকা বন্ধ কে বিরোধিতা করার আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মোতাবেক বিভিন্ন স্কুল, কলেজ ও ব্যাংক স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্মীরা তালা মেরে ছবি তুলে চলে যায় |
কিন্তু স্থানীয় বাসিন্দারা খেয়াল করেন যে ব্যাংক কর্মীরা নিজেরাই ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং সেই ছবি তুলে তারা হোয়াটসঅ্যাপে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়ে বাড়ি ফিরে চলে যায় ।
এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকের গ্রাহকদের ,এরই প্রতিবাদে পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে দাঁড়িয়ে বন্ধের বিরোধিতা করে এবং ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তৃণমূল কর্মীরা।
তৃণমূল কর্মীদের বক্তব্য যে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কর্মনাশা এই বনধকে ব্যর্থ করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু এই ব্যাংকের কর্মীরা নিজেরাই বিজেপির ঝান্ডা গেটে লাগিয়ে বাড়ি ফিরে চলে যায় ।
এলাকার বিজেপি প্রার্থী জানান এলাকায় বিজেপির পক্ষ থেকে কে বা কারা ঝান্ডা টাঙিয়ে দিয়েছে কিন্তু বিজেপি দল থেকে কোন ধরনের পিকেটিং করা হয়নি এবং আমাদের কোন কর্মী আমাদের ঝান্ডা টাঙানোতে যুক্ত নয়। এছাড়া গ্রাহকরাও ব্যাংকে এসে ফিরে যাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।