দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম শ্রীরামপুর এলাকায় এক বৃদ্ধর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম প্রমথ নাথ গায়েন (৭২)। শ্রীরামপুর প্রাইমারি স্কুলের সামনে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের মাথার পেছনে ভারি বস্তুর আঘাত রয়েছে।
মৃতদেহের পাশে একাধিক রক্তাক্ত বাঁশের লাঠি উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক ধারনা কোনো বচসার জেরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে। ঘটনা স্থল থেকে একাধিক চটি উদ্ধার হয়েছে।
মৃতের ছেলের বক্তব্য বাবা মদ খেতেন বলে রাতে বাড়িতে থাকতেন না। বাবার কোনো শত্রু ছিলোনা,।কোনো রাজনীতির সাথেও কোনো যোগাযোগ নেই।কে বা কারা মেরেছে বলতে পারবো না। পুলিশের প্রাথমিক ধারনা মদখাওয়ার সময় কোনো বচসা হয় আর তারই জেরে এই খুন। তদন্ত শুরু হয়েছে । একাধিক এভিডেন্স উদ্ধার হয়েছে।