মালদায় শিবরাত্রি উপলক্ষে তত্পর মালদার পুলিশ ও প্রসাশন

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আজ শিবরাএি।এই পুন্যতিথিতে শিব পুজোয় ব্রতী হবে পুরুষ মহিলা থেকে শুরু করে আট থেকে আশি।শিব পুজো উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন শিব মন্দির গুলো।রীতিনীতি মেনে সম্পর্ন শাস্ত্র মেনে পুজিত হবে মহাদেব।মঙ্গলবার,মালদার মানিকচক ঘাটে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়।সকলেই গঙ্গানদীতে ডুব নিয়ে গঙ্গাজল নিয়ে রওনা দিবে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে। জল শিবলিঙ্গের মাথায় ঢালবে ভক্তরা।

মানিকচক ঘাটে মালদার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন।এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবছর ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিলেন মালদা তথা মানিকচক থানার পুলিশ বাহিনী । পাশাপাশি জরুরি ভিওিতে চিকিৎসার ব্যবস্থা করা হয় মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

ভক্তদের মন্দিরের উদ্দেশ্যে যেতে যাতে কোন রকম অসুবিধা না হয় তারজন্য মালদা মানিকচক রাজ্য সড়কের উপর করা হয়েছে ক্যাম্প বিভিন্ন রাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =