নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বোলপুর :: গতকাল সকাল থেকে এখনও পর্যন্ত রেজিস্ট্রারকে ঘেরাও করে রেখেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। হস্টেল খোলার দাবি আদায় না হওয়া পর্যন্ত পড়ুয়ারা নড়বেন না বলে অনড়।
প্রায় ২৪ঘন্টার বেশি সময় ঘেরাও বিশ্বভারতীর রেজিস্টার সহ অন্যান্য আধিকারিকরা, যদিও আজ সকালে ঘেরাও মুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে । যদিও আন্দোলনে অনড় পড়ুয়ারা কর্মসূচি বিক্ষোভ রত পড়ুয়াদের।