ফলাফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসা মোকাবিলা করতে ইতিমধ্যে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বারুইপুর জেলা পুলিশকে।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাত পেরোলেই রাজ্যের ১০৮ পুরসভার ফল ঘোষণা । কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে স্ট্রংরুমগুলি। বারুইপুর মদাররাট পপুলার একাডেমী স্কুলে বারুইপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের ভোট গণনা   হবে । ইভিএম রাখা রয়েছে স্ট্রং রুমে কড়া পুলিশি প্রহরায় মধ্যে । সিসিটিভি ক্যামার মাধ্যমে নজর রাখা হয়েছে । ১৬ জন পুলিশকর্মী চারজন অফিসার ও ১২ জন কনস্টেবল দায়িত্বে রয়েছেন স্ট্রং রুমের ।

এছাড়াও জয়নগর-মজিলপুর পুরসভার জয়নগর জে এম ট্রেনিং স্কুলে ১৪ টি ওয়ার্ডের গননা হবে। সেখানেও তিন স্তরীও নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে।রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডের গননা হবে সোনারপুর মহাবিদ্যালয়ে ।

ডায়মন্ডহারবার পুরসভার ১৬ টি ওয়ার্ডের গননা হবে ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজে । অপরদিকে মহেশতলা পুরসভার ৩৫ টি ওয়ার্ডের গননা বাটানগর গার্লস হাই স্কুলে হবে।

এই সব কটি গণনা কেন্দ্র ও স্ট্রং রুম সরজমিনে খতিয়ে দেখেন দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসক পি. উলগানাথন। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর তিনি জানান, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হবে । ভোটের ফলাফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসা মোকাবিলা করতে ইতিমধ্যে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে জেলা পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =